পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরায় মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর

পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরায় মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জে পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরে আসায় মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর করেছে এক শিক্ষক। এই ঘটনার প্রতিবাদ করায় ৩০ শিক্ষার্থীকে মাদ্রাসার মাঠে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে। জেলার বন্দর উপজেলার মুছাপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় গতকাল এই ঘটনা ঘটে। পরে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দশম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরে মাদ্রাসায় আসায় আরবি শিক্ষক আব্দুস সালাম তাকে মারধর করেন। এ ঘটনায় প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। ওই দিন বিকেলে ম্যানেজিং কমিটির সভা চলাকালে বিনা এজেন্ডায় আরবি শিক্ষক সালাম বিষয়টি উত্থাপন করেন।

পরে মাদ্রাসার সভাপতি শাহাদাৎ হোসেন ক্ষুদ্ধ হয়ে দশম শ্রেণির ৩০ শিক্ষার্থীকে মাঠে দাঁড় করিয়ে জুতাপেটা করেন।

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীরা বুধবার সকাল ক্লাস বর্জন করে মিছিল নিয়ে থানায় অভিযোগ করে।

এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন জানান, ‘ছাত্ররা উচ্ছৃঙ্খল আচরণ ও মাদ্রাসার মহিলা শিক্ষকের সঙ্গে খারাপ মন্তব্য করায় সভাপতি তাদের জুতাপেটা করেছেন। ’

এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা অন্যায় করলে তাদের অভিভাবকদের ডেকে এনে তাদের কাছে বিচার দেয়া যেতো। শিক্ষার্থীদের জুতাপেটা করা শাসন নয়, এটা অপরাধ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ’

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন জানান, ‘আমরা বিষয়টি নিয়ে অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করব, এমন আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত রয়েছে। ’

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শাহীন মন্ডল জানান, বিষয়টি মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। ’

তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসা সভাপতি শাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আফরোজা/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর