সৌদি আরবে অভিবাসী গৃহকর্মীদের স্বার্থরক্ষায় বৈঠক

সৌদি আরবে অভিবাসী গৃহকর্মীদের স্বার্থরক্ষায় বৈঠক

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষার বিভিন্ন বিষয়াদি নিয়ে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর। বাংলাদেশ থেকে আগত পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।

গতকাল সৌদি আরবের রিয়াদে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। আজ অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হওয়ায় কমিটির বৈঠক শেষ হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রনালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর