দিনাজপুর ও সাতক্ষীরায় প্রতিবাদ

দিনাজপুর ও সাতক্ষীরায় মানববন্ধন।

ডিবিসির ক্যামেরাম্যানকে পুলিশের নির্যাতন

দিনাজপুর ও সাতক্ষীরায় প্রতিবাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক: বরিশালে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের ফটো ক্যামেরাম্যান সুমন হাসানের ওপর ডিবি পুুলিশের অমানুষিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর ও সাতক্ষীরায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

দিনাজপুর: বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশেন (টিসিএ) দিনাজপুর শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। সুমনের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক সুভাষ চৌধুরি, আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, আশেক ই এলাহী, আব্দুল বারী, শরিফুল্যাহ কায়সার সুমন ও এম জিললুর রহমান।

 

বক্তারা বলেন, শুধু বরিশালে নয়, ডিবি পুলিশ ও পুলিশ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসবের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নানাভাবে মিথ্যা মামলা, হামলা, নির্যাতনসহ হয়রানি অব্যাহত রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর