নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

প্রতীকী ছবি

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ইব্রাহিম মাঝি নামের এক জলদস্যু নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে চট্টগ্রামের সন্দীপের সীমান্তবর্তী চর এলাহী ইউনিয়নের চর আমজাদে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মাঝি চর আমজাদের প্রয়াত চেরাজ কামলার ছেলে। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

তবে, উদ্ধার অস্ত্রের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের বরাত দিয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে র‌্যাব-৭ এর একটি দল সন্দীপের সীমান্তবর্তী চর এলাহী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চর আমজাদে তাদের সঙ্গে জলদস্যু ইব্রাহিম মাঝি ও তার সহযোগীদের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিম নিহত হন।

মরদেহ কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। নিহত ইব্রাহিম মাঝির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/ সোহাগ/তৌহিদ)

সম্পর্কিত খবর