দেশে ফিরছেন মেহেদী-এ্যনি-স্বর্ণা

আহত মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা।

দেশে ফিরছেন মেহেদী-এ্যনি-স্বর্ণা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালের কাঠমান্ডুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে। শুক্রবার বিকাল সোয়া তিনটায় একটি বিশেষ বিমানে করে তাদের আনা হবে বলে জানা গেছে।

তারা হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্লেন দুর্ঘটনায় আহত যাত্রী মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হচ্ছে। দেশে তাদের চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। তাদের চিকিৎসার সব কিছুই ইউএস-বাংলা কর্তৃপক্ষ দেখভাল করবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। আহতরা যদি চান তা হলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাদের পর্যায়ক্রমে চিকিৎসা দেবে।

এর আগে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন স্বর্ণা, অ্যানি ও মেহেদীকে দেশে ফেরার জন্য ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর