বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকা নেতার ঢল

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকা নেতার ঢল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আনন্দ-উৎসবের পরিবর্তে নেপালে বিমান ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাতের মাধ্যমে নবম বছরের যাত্রা শুরু করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয় নিহতদের স্মরণে। বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যরা ধারণ করেছিলেন ‘কালো ব্যাজ’।

 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে দুপুর ১২টায় অন্যভাবে কর্মসূচির সূচনা করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

শোকাহত পরিবেশে বিশেষ মোনাজাতে অংশ নেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ আগত অতিথিরা। সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এরপরই বিশাল হলে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ।

এর আগে সকাল থেকেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুভানুধ্যায়ীদের ঢল নামে। বর্ণিল সাজে সাজানো হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রাঙ্গণ। আলোকসজ্জা ছিল গোটা মিডিয়া প্রাঙ্গণ। বাংলাদেশ প্রতিদিন কার্যালয় ছিল রংবেরঙের ব্যানার-ফেস্টুন আর ফুলের ডালিতে ভরপুর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু মেজবানি খাবারে আপ্যায়ন করা হয় আগত অতিথিদের। নেপালে বিমান ট্র্যাজেডির কারণে সংগীতানুষ্ঠান হয়নি, যদিও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ঢল ছিল বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে। দশ হাজারেরও বেশি অতিথির আনাগোনায় সরগরম ছিল বাংলাদেশ প্রতিদিনের অনুষ্ঠান প্রাঙ্গণ। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে আসেন ফুলের ডালি নিয়ে। ভালোবাসায় সিক্ত করেন বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আগতরা। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজতেই বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ দলের একঝাঁক নেতা।

এরপরই আসেন সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কেএম সফিউল্লাহ বীরউত্তম, কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী। পর্যায়ক্রমে ফুলের তোড়া হাতে নিয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব প্রমুখ। বিভিন্ন সময়ে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরবিক্রম, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীও এসেছিলেন ফুলের তোড়া হাতে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককেও দেখা যায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে। ফুলের ডালি সাজিয়ে নিয়ে অনুষ্ঠানে আসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, গণমাধ্যম ব্যক্তিত্ব সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।

 বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এসে শুভ কামনা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এ ছাড়াও  রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের তারকা ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরন্তন শুভ কামনা জানাতে প্রতি বছরের মতো এবারও ছুটে এসেছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ হকার-এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও।

 এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, মিডিয়া গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশীদ, প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, বাণিজ্য উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, লুত্ফর রহমান হিমেল, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, নগর সম্পাদক শিমুল মাহমুদ, জাহাঙ্গীর আলম, বিজ্ঞাপন বিভাগের জিএম মাসুদুর রহমান, সার্কুলেশন বিভাগের জিএম বিল্লাল হোসেন মন্টুসহ বাংলাদেশ প্রতিদিন পরিবাবের সব সদস্য।

 ২০১০ সালের এই দিনে দেশের সর্বাধিক প্রচারিত এ দৈনিকটির যাত্রা শুরু হয় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। অন্যান্য বছর আনন্দঘন আনুষ্ঠানিকতায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলেও এবার নেপালে বিমান ট্র্যাজেডির ঘটনায় সব আনন্দ কর্মসূচি বাতিল করা হয়। রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালিসহ সব আয়োজন বাতিল করে আজ শুক্রবার এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

রাঙামাটি: রাঙামাটিতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকাল ১১টা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ৮ম বর্ষপূর্তি ও ৯ম বছরের পর্দাপন সূচনা করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  ফিরোজা বেগম চিনু।

এসময় দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জামাল উদ্দিন, রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের প্রধান মো. পারভেজ আলী, রাঙামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলা, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো.মনিরুজ্জামান মহসিন রানা, দৈনিক রাঙামাটি প্রকাশক জাহাঙ্গীর কামাল, রাঙামাটি জার্নালিষ্ট নের্টওয়াকের সভাপতি শান্তিময় চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়াসনের সাধারণ সম্পাদক মো. দীপ্ত হান্নান, সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনছুর আহমেদ, দীপ্ত টিভির রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

নওগাঁ: নেপালের কাঠমুন্ডুতে বিমানে নিহতদের স্মরণে প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ।
অন্যান্যের মধ্যে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিমসহ প্রেস ক্লাবে সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গুন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সাতক্ষীরা: সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেককাটা হয়। সাতক্ষীরার নবগত জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে এশিয়া মহাদেশের মধ্যে প্রচার সংখ্যায় ভারতের আনন্দবাজার পত্রিকার পরেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আবস্থান। মুক্তিযুদ্ধের চেতনা,গণতন্ত্র এবং সমৃদ্ব দেশ গড়ার চেতনাকে সাথে নিয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সুদৃঢ় লেখনির কারণে বাংলাদেশ প্রতিদিন কোটি মানুষের দৈনিকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা-জাসদের যুগ্ন সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পৌর কমিশনার জ্যোৎনা আরা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যাপক অনিসুর রহিম, জি এম মনিরুল ইসলাম মিনি, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি।  

(নিউজ টোয়েন্টিফোর/ প্রতিনিধি/তৌহিদ)

সম্পর্কিত খবর