‘৭১ দেখলে আ.লীগকে ভোট দেবেন’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

‘৭১ দেখলে আ.লীগকে ভোট দেবেন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি বিচার বিভাগকে সম্মান করতে জানে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আইনমন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুলের এক মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘ওরা (বিএনপি) বিচার বিভাগকে সম্মান করতে জানে না।

যারা ৭১র’ যুদ্ধ দেখেছেন তারা আওয়ামী লীগকে ভোট দেবে আশা করে তিনি বলেন, বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের তিন স্তম্ভের একটি।

এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন। এ সময় আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান মন্ত্রী। যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর, রাজাকারদের অত্যাচার নির্যাতন দেখেছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।

মন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সেবা করে যাচ্ছি।

আপনাদের সেবা করার জন্য আমাকে আবারও নির্বাচিত করুন।

মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল,সেলিম ভূঁইয়া প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর