নেপালে বিমান দুর্ঘটনায় আরো ১০ লাশ শনাক্ত

নেপালে বিমান দুর্ঘটনায় আরো ১০ লাশ শনাক্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের পোশাক ও ব্যবহৃত জিনিস মিলিয়ে ১০ জনকে শনাক্ত করা হয়েছে     
আজ সকালে শনাক্তকরণ প্রক্রিয়া শেষে এই তথ্য জানানো হয়।  

গেল সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যান অনেকে।

যার মধ্যে কয়েকজনের লাশ শনাক্ত করা গেলেও অনেকের লাশ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয় না। তাই তাদের লাশ শনাক্তের জন্য ডিএনএর নমুণা সংগ্রহও করা হয়।

নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহতের মৃতদেহ শনাক্ত করণের কাজ সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

শনিবার নেপালে সাপ্তাহিক ছুটির দিন হলেও মৃতদেহ শনাক্তের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলো খোলা থাকবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্পর্শকাতর হয়নি এমন মৃতদেহ গুলো তাদের স্বজনদের দেখতে দেয়া হবে বলে জানানো হয়।

১২ মার্চ সোমবার বিমান বিদ্ধস্তের পর দিন বাংলাদেশ থেকে দুর্ঘটনা কবলিত যাত্রীর স্বজনদের নেপালে নিয়ে যায় ইউএস বাংলা কর্তৃপক্ষ।

নেপালের ফরেন্সিক বিভাগের কাছে নিহতদের স্বজনদের দেয়া তথ্য ও পাসপোর্ট অফিসে সংরক্ষিত যাত্রীদের আঙ্গুলের ছাপের  ভিত্তিতে মরদেহগুলো শনাক্ত করা হবে।

সোম অথবা মঙ্গলবার বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের লাশ দেশে পাঠানোর পর স্বজনদের হাতে তুলে দেয়া হবে। গত ১২ মার্চের ওই দুর্ঘটনায় বাংলাদেশী ২৬ যাত্রী নিহত হয়।

 

আফরোজা/নিউজটোয়েন্টিফোর

সম্পর্কিত খবর