নেপালে আহতদের ৩ জন দেশে ফিরছেন

নেপালে আহতদের ৩ জন দেশে ফিরছেন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় আহত যাত্রী রাশেদ রুবায়েতকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে। আজ স্থানীয় সময় বেলা তিনটায় রুবায়েতসহ আহত আরো ৩ জন দেশে পৌছবেন।

অপর আহত ইমরানা কবির হাসির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

বাংলাদেশ থেকে নেপালে পাঠানো মেডিকেল দলের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম জানান, রাশেদ রুবায়েতকে ঢাকার বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

হোসাইন ইমাম বলেন, আহত তিনজনের মধ্যে এখন কাঠমান্ডুতে থাকা ইমরানা কবির হাসির অবস্থা সংকটাপন্ন। তাই তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে। আরেক আহত যাত্রী কবির হোসেন এখন নরডিক হাসপাতালে আছেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন।

কবিরের বিষয়ে তাই এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকেরা।

গতকাল শুক্রবার দেশে ফিরে আসেন বিধ্বস্ত ইউএস-বাংলার আহত গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সৈয়দ কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদি হাসান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

আফরোজা/নিউজটোয়েন্টিফোর

 

সম্পর্কিত খবর