ভারত-পাকিস্তানের এ কেমন লড়াই!

ভারত-পাকিস্তানের এ কেমন লড়াই!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। ১৯৪৭ সালে দেশ ভাগের পর দুই প্রতিবেশীর মধ্যে এ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়ে সংগঠিত হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত সীমান্ত রাজ্য জম্মু-কাশ্মীরে তো গুলিবর্ষণের আওয়াজ থামতেই চায় না। তার মধ্যে নতুন এক হয়রানির শিকার হলেন দু’দেশের কূটনীতিকরা।

এমনই খবর প্রকাশিত হয়েছে সে দেশের গণমাধ্যমে।

হয়রানির বিষয়ে  দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অদ্ভুত অভিযোগ এনেছে পরস্পরের বিরুদ্ধে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের অভিযোগ, ভোর রাতে তাদের বাড়ির কলিং বেল বাজিয়ে পালিয়ে যায় কেউ।  মেহমান ভেবে দরজা খুলতেই দেখা যায় কেউ নেই।

ঘটনার আকস্মিকতায় বাইরে বেরুলেই পাকিস্তানের গুপ্তচর সংস্থার লোকজন পিছু নেয় তাদের। কখনও আবার আক্রমণকারীদের হামলার শিকার হতে হয়েছে তাদের। এমনকি সেই ঘটনা রেকর্ডও করা হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসলামাবাদে ভারতীয় হাই-কমিশনে কর্মরত বিষ্ণু প্রকাশের বাড়িতে বহুবার এমন কলিং-বেল বাজানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।  

অন্যদিকে, কাশ্মীরে কর্মরত পাকিস্তানি কূটনীতিকরাও বেশ কিছু অভিযোগ এনেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ভারতীয়রাও নাকি পাকিস্তানি কূটনীতিকদের পরিবারে নানাভাবে ভীতি প্রদর্শন করেছেন। যদিও সেই অভিযোগ দু’দেশের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে।

৪ দিন আগেই (১৩ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনারের দফতরে জমা পড়েছে অভিযোগের এক লম্বা তালিকা। এখন অপেক্ষা সত্য উদ্ঘাটনের।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর