৫ পয়সায় সমুদ্রের নোনা জল মিঠাপানি!

৫ পয়সায় সমুদ্রের নোনা জল মিঠাপানি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবারও তাপমাত্রা বেড়ে ওঠবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দেশের ওপর বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে তীব্র কালবৈশাখী এবং বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে একাধিক জায়গায় শুরু হয়ে গেছে পানির অভাব।

ভারতের দক্ষিণ কলকাতার একটি জায়গায় পানি নিয়ে মারামারিও হয়েছে। দক্ষিণ ভারতের কথা তো বলাই বাহুল্য। একাধিক গ্রামে ইতিমধ্যেই কুপ শুকিয়ে গেছে। আর নদীর পানি তো বাঁধে বন্দি।

এই পরিস্থিতিতে আশার কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়মন্ত্রী নীতিন গড়করি। শুক্রবার নদী মহোৎসবে জলসংকট সারাজীবনের মত নির্মূলের একটি উপায় বের করেছেন তিনি।

বলেছেন, সমুদ্রের নোনা পানিকে মিষ্টি পানীয়ে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। দামও ঠিক পানির মতোই রাখা হবে। মাত্র ৫পয়সা প্রতি লিটার হিসেবে বিক্রি করা হবে সেই পানি। তামিলনাড়ুর তুতিকোরিনে এ নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে। সেখানে পরীক্ষামূলকভাবে সেই পানি তৈরি করা হয়েছে। আরও কয়েক ধাপ এগোলেই বাজারে মিলবে সমুদ্রে সেই মিঠাপানি।

তিনি আরও জানান, কেন্দ্রের এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েক কোটি ভারতবাসীর তৃষ্ণা নিবারণ হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর