গরমেও ঢাকার আকাশে কুয়াশা!

ঢাকার আকাশ এভাবেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

গরমেও ঢাকার আকাশে কুয়াশা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফাল্গুন পেরিয়ে এসে চৈত্রের পঞ্চম দিনে আকাশে কুয়াশার দাপট দেখল ঢাকাবাসী। আজ সকালে আবহাওয়া মোটামুটি স্বাভাবিকই ছিল। ঝকঝকে রোদ একটি উষ্ণ দিনের আভাস দিচ্ছিল। কিন্তু সকাল ৮টার পর ঢাকার বিভিন্ন এলাকা ঢেকে যায় ঘন কুয়াশায়! বেলা ১১টার পরও ওই পরিস্থিতি চলে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘এই ঋতুতে এটা একেবারে অস্বাভাবিক নয়। তবে এখানে বায়ু দূষণেরও ভূমিকা থাকতে পারে। ’

সোমবার সকালে যে পরিস্থিতি হয়েছিল, তাতে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে ২ হাজার মিটারের মধ্যে। এরকম কুয়াশাকে আবহাওয়াবিদরা বলেন ‘মিস্ট’।

আর দৃষ্টিসীমা এক হাজার মিটারের নিচে নেমে এলে তাকে ‘ফগ’ বলেন তারা।

রুহুল কুদ্দুস বলেন, রাতে তাপমাত্রা কমে গেলে ভোরের দিকে কুয়াশাচ্ছন পরিবেশ তৈরি হয়। তখন মেঘের নিম্নস্তরে জলীয় বাষ্প বেশি থাকে, পাশাপাশি ধুলাপ্রবণ এলাকায় ধোঁয়াশার পরিবেশ তৈরি হয়। মার্চের এই সময়ে কোথাও কোথাও হালকা মেঘ রয়েছে। ধুলোবালির কারণে মিস্টও দেখা যাচ্ছে। এই ধোঁয়াশা দীর্ঘস্থায়ী হলে বুঝতে হবে, বায়ু দূষণ এর অন্যতম কারণ।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর