মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই নারী আটক

মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই নারী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরিশালের উজিরপুরে ঝাড়-ফুঁকের নামে মা-মেয়েকে অজ্ঞান করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালাচ্ছিল দুই বেদে নারী। বিষয়টি টের পেয়ে তাদের আটক করে গ্রামবাসী। পরে তাদের  পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ উপজেলার দত্ত্বের গ্রামে অমলের বাড়িতে এই ঘটনা ঘটে।

আটক দুই নারী হলো তানিয়া ও হাসিনা। তারা উজিরপুরের ধামুরায় সন্ধ্যা নদী তীরের বেদে পল্লীর অস্থায়ী বাসিন্দা।  

স্থানীয় এমদাদুল কাশেম জানান, বেদে নারী হাসিনা ও তানিয়া আজ সকালে অমলের বাড়িতে যায়। তারা অমলের স্ত্রী শিখা রাণী (৩৮) ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টি রাণীকে নানা রোগের চিকিৎসা দেওয়ার নামে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে।

মা-মেয়ে অজ্ঞান হওয়ার পর ওই দুই নারী শিখা রাণীর ঘরে থাকা নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। প্রতিবেশীরা এ ঘটনা দেখে ফেললে তারা ধাওয়া করে হাসিনা ও তানিয়াকে আটক করে।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরু সরদার জানান, আটক দুই বেদে নারীকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। প্রতারণার শিকার মা-মেয়েকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর