শিশুর আঙ্গুল কর্তন, আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি

শিশু ইয়াহিনের হাতের আঙ্গুল কর্তনের ঘটনায় মানববন্ধন।

শিশুর আঙ্গুল কর্তন, আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বাঁধে উঠার অপরাধে সুনামগঞ্জের তাহিরপুরের শিশু ইয়াহিন মিয়ার ডান হাতের চারটি আঙ্গুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা খেলাঘর।

সোমবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে জেলা খেলাঘরের আয়োজনে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা খেলাঘর আসর সভাপতি বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক বিন্দু তালুকদার, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার প্রমুখ।

মানবন্ধনে বক্তার বলেন, শিশুর প্রতি এমন বর্বর নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

অবিলম্বে এ ঘটনার প্রধান আসামী অদুদ মিয়াকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ তাহিরপুরের মহালিয়া হাওরপাড়ে ময়নাখালি বাঁধের উপর উঠা ও বাঁধ থেকে গড়িয়ে পড়ার সময় বাঁধের কিছু ক্ষতি হওয়ায় সুলেমানপুর গ্রামের শিশু ইয়াহিন মিয়ার ডান হাতের চারটি আঙ্গুল কেটে দেয় পিআইসির প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি অদুদ মিয়া। আহত ইয়াহিন মিয়া সুলেমানপুর গ্রামের শাহানুর মিয়ার ছেলে। সে শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।

এ ঘটনায় অভিযুক্ত পিআইসির সভাপতি ইউনিয়ন যুবলীগের সভাপতি অদুদ মিয়ার ছোট ভাই আলম মিয়াকে আটক করেছে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/বুরহান/তৌহিদ)

সম্পর্কিত খবর