প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক

প্রতীকী ছবি

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে হাতে-নাতে  ইব্রাহিক বেপারী (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পরীক্ষা পরিদর্শক। পরে শিক্ষার্থীকে পুলিশের কাছে সোর্পাদ করা হয়। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলার আহমাদিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থী সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল বেপারীর ছেলে।  

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কামিল শেষ বর্ষের বোখারী বিষয়ে পরীক্ষা শুরু হয়। এ সময় অপরিচিত এক শিক্ষার্থীকে দেখে পরীক্ষা পরিদর্শক সামচুল আজমের সন্দেহ হয়। পরে তার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্রে গড়মিল দেখতে পায়।

পরে ব্যাপারটি কেন্দ্র সুপার ও পুলিশকে জানানো হলে ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

ইব্রাহিক বেপারী সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেন। তিনি একই এলাকার আব্দুর রব মীরের ছেলে সাকিবুল মীরের কামিল শের্ষ বর্ষের বোখারী বিষয়ের প্রক্সি পরীক্ষা দিতে আসেন। সাকিবুল মীর মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার ছাত্র।

কেন্দ্র সচিব মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন জানান, ওই ছাত্রের ব্যাপারে কেন্দ্র পরিদর্শক লিখিত অভিযোগ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর