মিরপুরে সন্ত্রাসীর গুলিতে পুলিশ ইন্সপেক্টর নিহত

মিরপুরে সন্ত্রাসীর গুলিতে পুলিশ ইন্সপেক্টর নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে অভিযানের সময় পুলিশের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পাইকপাড়ার আলিমুদ্দিন স্কুল সংলগ্ন বাড়িটিতে গোলাগুলিতে ইন্সপেক্টর জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে।

পুলিশ জানায়, সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে রাত এগারোটার দিকে অভিযান চালায় পুলিশ। বাড়িটির তৃতীয়তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ সময় গোলাগুলিতে ইন্সপেক্টর জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। এরপর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর জোনের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। সারারাত বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, রাত ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে আটক করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর