স্তন নিয়ে শিক্ষকের মন্তব্য ঘিরে তোলপাড়

প্রতীকী ছবি

স্তন নিয়ে শিক্ষকের মন্তব্য ঘিরে তোলপাড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মুসলামান ছাত্রীরা হিজাব না পরায় তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের কেরালার এক শিক্ষকের বিরুদ্ধে। মন্তব্যকারী ওই অধ্যাপিকা ভারতের কেরালার ফারুক ট্রেনিং কলেজে চাকরি করেন।

জওহর মুনাব্বীর নামের ওই শিক্ষক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি যে কলেজে পড়াই তার ৮০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের ছাত্রী। অথচ তাঁরা কেউই তাঁদের ধর্ম অনুযায়ী পোশাক পরেন না।

হিজাব পরেন না। স্তন প্রদর্শনের জন্য টাইট পোশাক পরেন। এতে তাদের বক্ষ তরমুজের টুকরোর মতো দেখায়।

কোঝিকোড়ের এই বিএড কলেজের ওই শিক্ষক সম্প্রতি এক বক্তৃতায় বলেন, যখন মেয়েরা হিজাব পরেন, তখন তাঁদের উচিত শরীরে বাকি অংশও ঢেকে রাখা।

বিশেষ করে স্তন ঢেকে রাখা জরুরি। কারণ পুরুষদের সবসময় নজর থাকে সেদিকে। কিন্তু এই কলেজের মেয়েরা শুধু মাথাটাই হিজাব দিয়ে ঢেকে রাখেন।

ওই শিক্ষকের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে বক্তব্যের অডিও।

শিক্ষকের ওই মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে। সোমবার সেই শিক্ষকের পদত্যাগ চেয়ে দফায় দফায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সত্যি সত্যি তরমুজের টুকরো নিয়ে মিছিল করেন কলেজের সামনে। পরে তাতে পুলিশ বাধা দেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর