গুলিতে ডিবি কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

গুলিতে ডিবি কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পরিদর্শক জালাল উদ্দিন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় হাসান নামের একজনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। বুধবার রাত সাড়ে আটটার দিকে ডিবির এসআই শামীম আহমেদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় এ মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামানকে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ডিবির এক কর্মকর্তা জানান, গত ১১ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের দুই সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার সরকারি তাওরাশ পিস্তল ও ৩২ রাউন্ড গুলি চুরি হয়।

পিস্তল-গুলি ছাড়াও নগদ ৭০ হাজার টাকা ও একটি মোবাইল সেট চুরি হয়। চুরি হওয়া ওই মোবাইল সেটে একটি সিম ঢুকে গত ১৭ মার্চ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) শাহাদাত হোসেন সুমার নেতৃত্বাধীন একটি টিম জানতে পারে ওই মোবাইল সেটটি ব্যবহার করছে মাইনুদ্দিন নামের একজন। সোমবার বিকালে মাইনুদ্দিনকে আটক করে ডিবি।

মাইনুদ্দিন ডিবিকে জানান, মধ্য পীরেরবাগের হাসানের কাছ থেকে সে এটি নিয়েছে। হাসান তার পরিচিত, এলাকার বড় ভাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর