রাশিয়ান হ্যাকার ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ান হ্যাকার ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৬ সালের নির্বাচনে রাশিয়ান হ্যাকারদের প্রভাব এবং নির্বাচনকালে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করা হয়েছে, যার ফলে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়া কিংবা ফলাফলের ওপর কোনো প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টজেন নীলসেন ২১ মার্চ বুধবার মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ভবিষ্যতে আর যাতে কোনো প্রশ্নের উদ্রেক না ঘটে সে ব্যাপারেও প্রশাসন সজাগ রয়েছে।

সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে প্রদত্ত বক্তব্যে ক্রিস্টজেন আরো উল্লেখ করেছেন, সাইবার সিকিউরিটি সুসংহত করা হচ্ছে।

প্রশাসনে সংশ্লিষ্ট সকলের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়গুলো যাতে অন্যেরা চুরি করতে না পারে কিংবা জালিয়াতির আশ্রয় না নিতে পারে-সে দিকেও খেয়াল রাখা হয়েছে।

নীলসেন জোর দিয়ে বলেন, আজ আমি অত্যন্ত আস্থার সাথে বলতে পারি যে তথ্য আদান-প্রদানের সময়ে কারা হুমকিস্বরূপ, তা এখন বলা যেতে পারে। রাশিয়ান হ্যাকাররা গত নির্বাচনে কীভাবে হস্তক্ষেপ করেছিল, সেটিও এখন আর অজানা নেই। ইলিনয় স্টেটের ভোটারের তথ্য চুরির পর একইপ্রক্রিয়ায় হ্যাকাররা আরো ২০ স্টেটের ভোটার-তথ্য চুরির অপচেষ্টা করেছে।

অপরদিকে ফেডারেল প্রশাসন সবসময় দাবি করে আসছে যে, রাশিয়ান হ্যাকাররা ভোটের ওপর কিংবা নির্বাচনী ফলাফল পরিবর্তনে সক্ষম হয়নি।  তবে নীলসনসহ প্রশাসনের আরো কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে, সারা আমেরিকার নির্বাচনী ব্যবস্থাকেই রাশিয়ান হ্যাকাররা টার্গেট করেছে।

প্রসঙ্গত রাশিয়ান হ্যাকাররা যাতে মার্কিন নির্বাচনে আর কোনোভাবে প্রভাব ফেলার মতো জালিয়াতি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর