ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

রাশিয়া বিশ্বকাপের কিট অ্যান্ড জার্সিতে পোজ দিয়েছেন ব্রাজিল তারকরা [ছবি: নাইকি ফুটবল]

ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

সাহিদ রহমান অরিন

বিশ্বকাপ ফুটবলের দামামা বাজতে শুরু করেছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়াতে আর বাকি ৮৪ দিন। ফুটবল মহাযজ্ঞে নাম লেখানো দলগুলো এখন নিজেদের তৈরি করতে ব্যস্ত।  

সেই লক্ষ্যে দলগুলো শুরু করেছে জার্সি-কিট উন্মোচন পর্ব।

রাশিয়ায় পা রাখতে যাওয়ার আগে এবার জার্সি উন্মোচন করলো ব্রাজিল। বরাবরের ন্যায় এইবারও তাদের জার্সি তৈরি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি (Nike ✔️)।

পাঁচবারের বিশ্ব সেরাদের জার্সির ছবিও প্রকাশ করেছে কোম্পানিটি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেইমার জুনিয়র, ফিলিপে কুতিনহো, থিয়াগো সিলভা, দানি আলভেস, মারকুইনহোস, পাউলিনহোর মতো তারকারা, যাদের হাত ধরে হেক্সা জয়ের মিশন শুরু করবে আয়তনে পঞ্চম ও জনসংখ্যায় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশটি।

news24bd.tv

বিশ্বকাপের ২১তম আসরে দেশটির পতাকার রঙে গড়া হোম জার্সিটির হাতে আঁকা-বাঁকা আবরণ রয়েছে। আর অ্যাওয়ে জার্সি গাড় নীল রঙে তৈরি করা হয়েছে। দুই জার্সির গলাই কিছুটা ‘ভি’ শেপের মতো।

বিশ্বকাপের জার্সি উন্মোচন করলেও ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তা দলের সেরা তারকা নেইমারকে নিয়ে। গেল ২৬ ফব্রুয়ারি ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান পিএসজি তারকা। গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম হাড়ে চিড় ধরা পড়ে। ফলে দেশে ফিরে দ্রুত  অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। বিশেষ করে বিশ্বকাপে খেলার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

 news24bd.tv

আগামী ১৪ জুন পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। গ্রুপ 'ই'তে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ জুন রোস্তভ অ্যারেনায় সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে সেলেসাওদের হেক্সা মিশন শুরু হবে।
 

সম্পর্কিত খবর