রাঙামাটিতে তায়কোয়ান্দো প্রতিযোগিতা

তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই খেলোয়াড় [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

রাঙামাটিতে তায়কোয়ান্দো প্রতিযোগিতা

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে দক্ষিণ পূর্ব রিজিয়ন পর্যায়ে আন্তঃ ব্যাটালিয়নের পাঁচ দিনব্যাপী তায়কোয়ান্দো প্রতিযোগিতা শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজিবি রাঙামাটি সদর সেক্টরে উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান। এসময় রাঙামাটির সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv

এদিকে, রাঙামাটি ব্যাটালিয়নের উদ্যোগে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় চট্টগ্রাম ও রাঙামাটির ১২টি টিম অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বরকল ৪৫ বিজিবি সাতটি স্বর্ণসহ মোট নয়টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর একটি স্বর্ণসহ মোট ছয়টি পদক পেয়ে ৩ বিজিবি পানছড়ি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান বলেন, বিশ্বে তায়কোয়ান্দো প্রতিযোগিতা আবিষ্কার হয়েছে খুব বেশি দিন নয়। এই প্রতিযোগিতা বাংলাদেশেও আয়োজন করা হচ্ছে।

বিজিবির সৈনিকরা এটি আয়ত্ত করছে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ রাঙামাটি ব্যাটালিয়নের উদ্যোগে তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম ও রাঙামাটির ১২টি ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশ নেন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর