জানাজার ব্যাপারে বলে গিয়েছিলেন নায়করাজ

জানাজার ব্যাপারে বলে গিয়েছিলেন নায়করাজ

নিউজ ২৪ ডেস্ক

নায়করাজের জানাজা গুলশানের আজাদ মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে।  এর আগে এফডিসিতে তার মরদেহ নিয়ে যাওয়া হলে সকলের অনুরোধে একটি জানাজা অনুষ্ঠিত হয়। এফডিসি থেকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।  

নায়করাজ রাজ্জাক গুলশানের আজাদ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন।

প্রিয় এই মসজিদ প্রাঙ্গনেই অনুষ্ঠিত হবে তার জানাজা। নিজের সন্তানদের জীবদ্দশায় এমনটিই বলেছিলেন রাজ্জাক।    

‘আমার নামাজে জানাজা যেন আজাদ মসজিদে যেন হয়’- নায়করাজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন তারই ছোট সন্তান অভিনেতা সম্রাট।

বেলা ১১টায় এফডিসি ও দুপুর ১২ টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয়।

সম্পর্কিত খবর