চীন-আমেরিকা উত্তেজনা চরমে

চীন-আমেরিকা উত্তেজনা চরমে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীন ও আমেরিকার মধ্যে টানটান কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্য একটি মার্কিন ডেস্ট্রয়ার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছে। স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে টহল দেয় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডিওয়ে।

চীনে এ দ্বীপ নানশা নামে পরিচিত।

এর ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে চলে যায় মার্কিন রণতরী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।

চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটি বাণিজ্য যুদ্ধের প্রাপ্তসীমায় পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে তখন এ ঘটনা ঘটল।

এদিকে এ নিয়ে কোনো মন্তব্য করেনি চীন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সীমানা বিরোধ চলছে। এতে চীন বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে আমেরিকা। এ দিক থেকে কিছুটা চাপে আছে চীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর