‘বাংলাদেশ প্রতিদিন’ এখন উত্তর আমেরিকায়

‘বাংলাদেশ প্রতিদিন’র উত্তর আমেরিকা সংস্করণের প্রথম ও শেষ পাতা।

‘বাংলাদেশ প্রতিদিন’ এখন উত্তর আমেরিকায়

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

১৯তম পত্রিকা হিসেবে উত্তর আমেরিকার বাজারে এল ‘বাংলাদেশ প্রতিদিন’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৩ মার্চ শুক্রবার তা নিউইয়র্কে বিতরণ করা হয়েছে। একইসাথে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত সিটিতেও পাঠানো হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

টানা ২২ বছর সাপ্তাহিক ঠিকানার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারি লাবলু আনসার গত ৫ মার্চ ঠিকানা ছেড়ে ‘বাংলাদেশ প্রতিদিন’-এ যোগদান করেছেন।

৪৮ পাতার এই উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক-প্রকাশকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
নিউইয়র্ক থেকে আরো ১৮টি সাপ্তাহিক পত্রিকা বের হচ্ছে বাংলা ভাষায়। ঠিক এক বছর আগে এদিনে ‘প্রথম আলো’র উত্তর আমেরিকা সংস্করণ প্রকাশিত হয়েছে।

সেটিও প্রত্যেক শুক্রবার প্রকাশ ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে প্রবাসীদের সংবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথম ও শেষের পাতায় প্রবাসীদের কথকতা স্থান পেয়েছে। সে অঙ্গিকার রয়েছে সম্পাদকগণের। অপর পত্রিকাগুলো হচ্ছে ঠিকানা, বাঙালি, বাংলা, পরিচয়, বর্ণমালা, বাংলাদেশ, জন্মভূমি, প্রথম আলো-নিউইয়র্ক, আজকাল, প্রবাস, মুক্তকন্ঠ, বন্ধন, বর্তমান বাংলা, আওয়াজ ইত্যাদি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর