স্বাধীনতা দিবসে ছয় শিল্পীর দেশাত্ববোধক গান 'মা আমার মা'

স্বাধীনতা দিবসে ছয় শিল্পীর দেশাত্ববোধক গান 'মা আমার মা'

নাটোর প্রতিনিধি

স্বাধীনতা দিবসে অবমুক্ত হতে যাচ্ছে দেশ, মাটি ও মানুষের কথা নিয়ে লেখা গান 'মা আমার মা, মাটি আমার মা'। এই গানটি লিখেছেন বাংলাদেশ বেতারের সিনিয়র গীতিকার কল্পনা সরকার। সুর দিয়েছেন সিডনি প্রবাসী সরোদ শিল্পী ও গায়ক তানিম হায়াত খান রাজিত। সংগীতায়োজনে ছিলেন মিউজিক ডিরেক্টর ও গায়ক এজাজ ফারাহ।

গানটিতে কন্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী! 

রাজিত ও এজাজ ফারাহ ছাড়াও আছেন কন্যা আর সখী খ্যাত মিউজিক ডিরেক্টর ও গায়ক শান, দেশের গানের জন্য খ্যাত নঈম গহর কন্যা তাজরীন গহর, রবীন্দ্র ভারতীর পল্লবী রায় আর তরুণ গায়ক ও গিটারিস্ট ফাহাদ ফাহিম।  

সংগীতের সঙ্গে জন্মলগ্ন থেকে পরিচয় রাজিতের। তার মা শিল্পী ফওজিয়া ইয়াসমীন (ফরিদা ইয়াসমিন, নিলুফার ইয়াসমিন আর সাবিনা ইয়াসমীনের বোন) আর বাবা মিউজিকলজিস্ট মোবারাক হোসেন খান। এছাড়া এজাজ ফারাহ নিজেও মিউজিক কলেজ থেকে উচ্চশিক্ষা নিয়েছেন।

গানটির সাউন্ড ডিজাইন ও কারিগরি দিক দেখেছেন রেজওয়ান সাজ্জাদ। আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গানটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রাজিত ও এজাজ।


নাসিম/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর