কুয়েটের ৪ শিক্ষার্থী হতাহত, ক্যাম্পাসে শোকের ছায়া

কুয়েটের প্রধান ফটক [ফাইল ছবি]

কুয়েটের ৪ শিক্ষার্থী হতাহত, ক্যাম্পাসে শোকের ছায়া

সামছুজ্জামান শাহীন • খুলনা

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী তৌহিদুল ইসলাম নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শাহীন মিয়া, হাফিজুর রহমান ও দিপ্ত সরকার।  

স্কয়ার গ্রুপের টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নি) জন্য ৪ শিক্ষার্থী ভালুকার মাস্টার বাড়ি এলাকার অবস্থান করছিল। রোববার রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়েন সহপাঠীদের অনেকে। আকস্মিক শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

হতাহতের ঘটনায় শোক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

আহতদের দেখতে মাননীয় ভিসি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ কয়েকজন শিক্ষক হাসপাতালে অবস্থান করে চিকিৎসার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছেন।  

শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর