ঝালকাঠিতে নৌকা বাইচ প্রতিযোগিতা

ঝালকাঠিতে নৌকা বাইচ প্রতিযোগিতা

এস এম রেজাউল করিম • ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে হয়ে গেলো গ্রাম বাংলার এতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায়  নদীর সুতালরি প্রান্ত থেকে নৌকা বাইচ শুরু হয়ে চার কিলোমিটার দূরবর্তী ৫ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পর্যন্ত গিয়ে আবার পৌর মিনি পার্ক এলাকায় এসে শেষ হয়।  

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে সুগন্ধা নদীর দু'পাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হন। আনন্দ-উচ্ছাস আর করতালির মধ্য দিয়ে তারা প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিদের উৎসাহিত করেন।

পুরুষদের পাশাপাশি নারী দর্শকদের আগমনও ছিল চোখে পড়ার মতো।  

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশের স্বীকৃতি লাভ করায় ঝালকাঠি জেলা প্রশাসন এই আয়োজন করে। ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান, বৈঠার ছন্দ আর নদীর ঢেউ মাতিয়ে তুলেছিল সবাইকে।  

নৌকা বাইচ প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন দল প্রথম স্থান ও পৌরসভা দল দ্বিতীয় হয়।

মোট ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।  অপর দল দুটি হলো জেলা ক্রীড়া সংস্থা ও  সদর উপজেলা প্রশাসন।   

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অন্য অনুষ্ঠানে থাকায় অংশ নিতে পারেননি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. হমিদুল হক।  

রেজাউল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর