শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বাস ধর্মঘট

শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বাস ধর্মঘট

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু আহত হয়। এ ঘটনায় ওই বাসের ড্রাইভারসহ তিন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে নওগাঁ আন্তজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু করে তারা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার ফতেপুর নামক স্থানে জয়পুরহাট থেকে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় হ্যাপী (৫) নামে এক শিশু আহত হয়। পরে স্থানীয়রা বাসের ড্রাইভার ও হেলপারদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ ওই বাসের চালক মকলেসুর রহমান ও দুই হেলপারকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার ধামইরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করলে তাদের কোর্টের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। এরপরই ওই তিনজনের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকরা।

নওগাঁ জেলা সড়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আহত ওই শিশুর চিকিৎসার খরচ আমরা বহন করতে চেয়েছি। শিশুর পরিবার আমাদের কথায় রাজিও হয়। কিন্তু পুলিশ ওই শ্রমিকদের ছেড়ে দেয়নি। তাই মুক্তি না পাওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/রানা/তৌহিদ)

সম্পর্কিত খবর