মাদারীপুরে পুলিশ বাহিনীর কাবাডি প্রতিযোগিতা

প্রতীকী ছবি

মাদারীপুরে পুলিশ বাহিনীর কাবাডি প্রতিযোগিতা

বেলাল রিজভী • মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা’। আজ সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশের জাতীয় খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।  

উদ্বোধনী খেলায় অংশ নেয় মাদারীপুর সদর ও শিবচর থানা পুলিশ। এতে সদর থানা ৩৩-২১ পয়েন্টে জয় লাভ করে।

প্রতিদিন সকাল-বিকেল দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মার্চ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে  মাদারীপুর জেলা পুলিশের ৬টি দল অংশ গ্রহণ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী, খলিলুর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার।

খেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হয়।  

রিজভী/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর