আর্জেন্টিনা দল সম্পর্কে যা বললেন স্পেন অধিনায়ক

আর্জেন্টিনা দল সম্পর্কে যা বললেন স্পেন অধিনায়ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মেসিবিহীন আর্জেন্টিনাকে ৬-১ গোলে গুড়িয়ে দিয়েছে স্পেন। এ নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। আর্জেন্টিনার সমর্থকদেরও মন ভেঙে গেছে। আর এরই মধ্যে স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, মেসিকে ছাড়া আর্জেন্টিনা একটা নিম্নসারির দল।

মূলত মেসিই দলের শক্তি বাড়িয়ে দেয় বহুগুণ।

লিওনেল মেসিকে ছাড়াই ইতালিকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই আত্মবিশ্বাস থেকেই স্পেনের বিপক্ষে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে চেয়েছিলেন হোর্হে সাম্পাওলি। কিন্তু,  অতিরিক্ত পরীক্ষার ফল হাতেনাতে টের পেলেন।

৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে তার দল।

আর্জেন্টিনাকে গুড়িয়ে দিয়ে স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, লিওনেল মেসির অনুপস্থিতি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সে না থাকার কারণেই আর্জেন্টিনাকে ৬-১ গোলে চূর্ণ করা গেছে। মেসি অনন্য খেলোয়াড়। মেসির অন্তর্ভুক্তি আর্জেন্টিনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। তাকে ছাড়া আর্জেন্টিনা একটা নিম্নসারির দল।

স্প্যানিশ অধিনায়কের এমন বক্তব্যে প্রতিশোধের আভাস পাচ্ছেন ক্রীড়ামোদীরা। একবার রিভার প্লেট স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৪ গোল খাওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে স্পেনের। সেই দলের সদস্য ছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রামোস বলেন, রিভার প্লেটে আমরা গুণে গুণে চার গোল হজম করেছিলাম। এখন আমরা ইতিবাচক স্মৃতি স্মরণ করতে পারব। অনন্য পারফরম করায় ছেলেদের ধন্যবাদ।

সম্পর্কিত খবর