মাদারীপুরে সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

মাদারীপুরে সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

মাদারীপুর প্রতিনিধি

ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার অভিযোগ এনে ‘দিগন্ত সংবাদ টোয়েন্টিফোর ডটকম’ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদকের বিরুদ্ধে এক শ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের এক নেতা। বুধবার বিকেলে মাদারীপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ মার্চ ‘দিগন্ত সংবাদ টোয়েন্টিফোর ডটকম’ নামের একটি নিউজ পোর্টালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত সম্ভব্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। এতে ওই প্রার্থীর মানহানির অভিযোগ এনে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ মাহমুদ উজ্জ্বল বাদী হয়ে ওই নিউজ পোর্টালের সম্পাদক এসএম রিপন রুদ্রের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আখতার। এ সময় আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর