ময়মনসিংহে নির্বাচনের ফলাফল নিয়ে সংঘর্ষ-গুলি, ভাঙচুর

ময়মনসিংহে নির্বাচনের ফলাফল নিয়ে সংঘর্ষ-গুলি, ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে কাউন্সিলর পদে উপনির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ইউনিয়ন পরিষদে হামলা ও চারটি মোটরসাইকেল ভা‌ঙচুর করেছে। বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের উত্তেজনা এড়াতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে ঘন্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘাগড়া ইউনিয়নের কাউন্সিলর পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে ব্যালট বাক্স নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্র থেকে ফেরার পথে পরাজিত কাউন্সিলর প্রার্থী জয়নালের (ফুটবল) কর্মী-সমর্থকরা বাধা দেয়। তারা ভোট পুন:গণনার জন্য বলে।

এসময় বিজয়ী কাউন্সিলর প্রার্থী মাসুদ সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর জয়নাল (ফুটবল) কর্মী-সমর্থকরা পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)
 

সম্পর্কিত খবর