এবার ইরানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশ

এবার ইরানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ার পর এবার ইরানকে ৮-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। হংকংয়ে অনূর্ধ্ব-১৫ চার জাতি টুর্ণমেন্টের দ্বিতীয় খেলায় তারা এ জয় পায়।

এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলার মেয়েরা।

দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ ম্যাচের শুরুতেই ইরানের জালে বল পাঠায় তহুরা খাতুন।

ম্যাচের প্রথম মিনিটের গোলের পর ১৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ২৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে তহুরা। ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও ফের আক্রমণ শুরু করে তহুরা-শামসুন্নাহাররা। ম্যাচ বাঁচাতে মরিয়া হয়ে ওঠে ইরানিরা।

কিন্তু তা হয়ে ওঠেনি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার।

হ্যাটট্রিকের পথে ছুটছিলেন মগিনিও। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান। তবে ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি এই তারকা। উল্টো খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করেন ইরান।

চার দলের টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ শিরোপায় চোখ রেখেই খেলতে গেছে এ টুর্নামেন্ট। শেষ ম্যাচে রোববার বিকেল সাড়ে তিনটায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের সাহসী মেয়েরা।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর