সিরিয়ায় ব্রিটেন-আমেরিকার ২ সেনা নিহত

সিরিয়ায় ব্রিটেন-আমেরিকার ২ সেনা নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার মানবিজে বোমা হামলায় আমেরিকা ও ব্রিটেনের দুই সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো পাঁচ সেনা। জোটের পক্ষ থেকে  এসব সেনা হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, এসব সেনা আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে তৎপর ছিল।

বৃহস্পতিবার মধ্যরাতে দুই সেনা নিহত হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ খবর নিশ্চিত করে বলেছে, সিরিয়ায় তাদের এক সেনা মারা গেছে। ব্রিটিশ সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।

উল্লেখ্য, আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশ ২০১৪ সাল থেকে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে বিমান চালিয়ে আসার দাবি করছে।

তবে তাদের হামলায় এ পর্যন্ত দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে -এমন কোনো নজির নেই বরং বহুসংখ্যক বেসামরিক নাগরিক এমনকি সিরিয়ার বহু সেনাও নিহত হয়েছে। সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য আমেরিকা ও তার মিত্ররা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এর বিরুদ্ধে সিরিয়া সরকার বার বার প্রতিবাদ করেছে। জাতিসংঘকে চিঠি দিয়ে মার্কিন অভিযান বন্ধ করার অনুরোধ জানায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর