খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সম্মাননা ও  শিক্ষাবৃত্তি প্রদান

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

জহুরুল আলম • খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রথমবারের মত প্রয়াত মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

news24bd.tv

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, জেলা প্রশাসক  মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলের অধ্যক্ষ লে. কর্ণেল আব্দুল্লাহ আল সাদিক, পুলিশ সুপার আলী আহম্মেদ খান, পৌর মেয়র রফিকুল আলম, মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

 

অনুষ্ঠানে মং সার্কেল চীফ মং প্রু সেইনসহ ৭জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। এছাড়া পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ২০জন জেএসসি পরিক্ষার্থী ও ২০জন এসএসসি পরিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

জহুরুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর