লেবাননে ইসরাইলের গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

লেবাননে ইসরাইলের গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লেবাননের দক্ষিণে ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল এ খবর  জানিয়েছে।

খবরে প্রকাশ, খুব ভোরে ‘বেইত ইয়াহুন’ ও ‘বারা আচিত’ গ্রামের মধ্যবর্তী একটি স্থানে ড্রোনটি বিধ্বস্ত হয়। ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পরপরই আরেকটি ড্রোন সেখানে পৌঁছায়।

বিস্ফোরক ফেলে সেটি ধ্বংসের চেষ্টা চালায়।

লেবাননের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের একটি সূত্র বলেছে, বিধ্বস্ত ড্রোন থেকে চারটি রকেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী  বলেছে, ড্রোনটি বিধ্বস্ত হয় কারিগরী ত্রুটির কারণে। তবে সেখান থেকে কেউ তথ্য সংগ্রহ করতে পারবে না।

ইহুদিবাদী ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে। ইসরাইলের এ ধরনের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর