৬২ বছরেও জোটেনি বিধবা ভাতার কার্ড

শ্রীমতী মিনি রানী।

৬২ বছরেও জোটেনি বিধবা ভাতার কার্ড

নাটোর প্রতিনিধি

বৃদ্ধার নাম শ্রীমতী মিনি রানী (৬২)। নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের বিশ্বাসপুর চালাপাড়া গ্রামের মৃত মাধবের স্ত্রী। ১৫ বছর আগে অসুস্থ হয়ে মারা যান মাধব। এরপর থেকে জীবন সংগ্রাম শুরু হয় মিনি রানীর।

বর্তমানে অনাহারে অর্ধাহারে কোনো রকমে দিন কাটছে এ বৃদ্ধার। অথচ বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড জোটেনি তার ভাগ্যে।

শ্রীমতী মিনি বলেন, এক সময় তিনি অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করতাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করতে পারি না।

আর সে কারণে এক বেলায় আহার জুটলেও অন্য বেলায় কাটে অনাহারে।

এ বৃদ্ধা আক্ষেপ করে বলেন, শুনেছি স্বামী মারা গেলে সরকার বিধবা ও বয়স্ক মানুষকে টাকা দেয়, কিন্তু আমার কপালে কোনোটাই জুটলোনা।

সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বিষয়টি আমার জানা নাই। সে কখনও আমার কাছে আসেনি। তবে আগামীতে তার জন্য একটি কার্ড করার ব্যবস্থা করে দেব।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর