উল্টো শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব চীনের

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প [ফাইল ছবি]

উল্টো শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব চীনের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১২৮ প্রকারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর আমেরিকা বাড়তি শুল্ক আরোপের পর বেইজিং এই ব্যবস্থা নিল।

যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে গতকাল (১ এপ্রিল) তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, ফ্রোজেন পর্ক এবং নানা রকমের ফলসহ অন্যান্য পণ্য।

আজ (২ এপ্রিল) থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

চীনা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন পণ্যের জন্য আগে যেসব ছাড় দেয়া হতো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে তা আর হবে না। ওরা আমাদের পণ্যের ওপর ভ্যাট বসালে আমরা পারবো না কেন?

সূত্র: এএফপি, সিএনবিসি   •   অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর