নেতানিয়াহু একজন সন্ত্রাসী: এরদোয়ান

নেতানিয়াহু একজন সন্ত্রাসী: এরদোয়ান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার তুরস্কের উত্তরাঞ্চলের আদানায় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে এই অাখ্যা দেন।

এরদোয়ান বলেন, ‘হে নেতানিয়াহু, তুমি একজন দখলদার, একজন দখলদার হিসেবেই তুমি ওই ভূমিতে অবস্থান করছো। একইভাবে তুমি একজন সন্ত্রাসী।

‘ফিলিস্তিনিদের নিপীড়নে তুমি যাই করো না কেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমরা কখনই তা ভুলব না’- এরদোয়ানের ভাষ্য।

দখলদারদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো অনুশোচনা থাকবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গেল শুক্রবার ফিলিস্তিনিরা ৪২তম ভূমি দিবস পালন করেন।

১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরাইলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন।

ওই ঘটনার স্মরণে ফিলিস্তিনিরা দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। শুক্রবার দিবসটি পালনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের জমায়েতে হামলে পড়ে ইসরাইলি বাহিনী। তারা গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া গুলিবিদ্ধ হন সাড়ে সাত শতাধিক ফিলিস্তিনি। আহত হন প্রায় দেড় সহস্রাধিক মানুষ।

এদিকে ভূমি দিবস পালনকালে ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্মরণে শনিবার জাতীয় শোক পালন করেছে ফিলিস্তিনিরা। এদিন আমৃত্যু ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার অঙ্গীকার করে স্বাধীনতাকামী এই জাতি।

সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট    •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর