‘বাংলাদেশ আরো উন্নত হবে’

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ।

‘বাংলাদেশ আরো উন্নত হবে’

নোয়াখালি প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবীদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশ উন্নত দেশ, আগামীতে আরো উন্নত হবে। তবে জনগণের চাহিদা মোতাবেক উন্নতি হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু বাড়ছে, তাই তাদের স্বাস্থ্যসম্মত আয়ু দরকার।

সোমবার নোয়াখালীতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুপুরে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে নোয়াখালী পৌরসভা ও পিপিআরসি ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রান্তিক অংশীজন সচেতনতামূলক এই সংলাপ প্রেরণা’ শীর্ষক এই নাগরিক সংলাপের আয়োজন করে।

নোয়াখালীর পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ডা. মহসিন করিম, বিএমএর সাবেক সভাপতি ডা. রশিদ ই মাহবুব, হেলথ্ ফাইনান্স এন্ড গর্ভারনেন্স এর কান্ট্রি ডিরেক্টর মোরসেলিনা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এর আগে ‘হেলদি বাংলাদেশ’ প্রচারাভিযানের অংশ হিসেবে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এতে ড. হোসেন জিল্লুর রহমান ও পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন।

(নিউজ টোয়েন্টিফোর/সোহাগ/তৌহিদ)

সম্পর্কিত খবর