দৈত্যের মত বরফ ফুঁড়ে বেরিয়ে এলো সাবমেরিন (ভিডিও)

সংগৃহীত ছবি

দৈত্যের মত বরফ ফুঁড়ে বেরিয়ে এলো সাবমেরিন (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আর্কটিক মহাসাগরের ১৬ ইঞ্চি বরফ ফুঁড়ে মাথা চাড়া দিল ইউএস নেভাল ফাস্ট-অ্যাটাক সাবমেরিন। শুধু মাথা চাড়া দেওয়াই নয়, রীতিমত তিন ফুট শক্ত বরফ ভেঙে উপরে উঠে আসে এই শক্তিশালী ডুবোজাহাজ ইউএসএস হার্টফোর্ড৷ সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে৷

মার্কিন নৌসেনার ইউএসএস হার্টফোর্ড পাঁচ-সপ্তাহের জন্য গেছে আর্কটিকে নিজের শক্তি যাচাই করতে৷ সেখানেই দেখা গেছে এই দৃশ্য।

আপাতত সেখানেই চলছে প্রস্তুতি পরীক্ষা৷ দক্ষিণ আলাস্কার পুরু বরফের আচ্ছাদন ভেঙে বেরিয়েছে এটি। বাকি সেনারা সাবমেরিন থেকে বেরিয়ে শাবল দিয়ে বরফ ফাটিয়ে সাবমেরিনের ঢাকনা খোলেন৷ পুরো প্রক্রিয়াটাই চলছে হাড় কাঁপানো ঠান্ডায়৷

 

ব্রিটিশ রয়্যাল নেভির ট্রাফালগার-শ্রেণির সাবমেরিন এইচএমএস ট্রেঞ্চান্টও ২০১৮ সালের ICEX এ অংশ নিচ্ছে৷ নৌবাহিনী জানিয়েছে আর্কটিকে বেশ কিছু বিষয়ের উপর কাজ চলছে৷ জাহাজগুলি একাধিক আর্কটিক ট্রানজিট, উত্তর মেরু সার্ফেসিং, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং অন্যান্য প্রশিক্ষণ পরিচালনা করছে৷ এখন চলছে বরফ প্রশিক্ষণ।

সম্পর্কিত খবর