নেত্রকোনায় দম্পতি হত্যায় ৫ আসামি কারাগারে

আটক আসামিরা।

নেত্রকোনায় দম্পতি হত্যায় ৫ আসামি কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় নিজ বাসায় দম্পতি হত্যার প্রায় ছয় মাস পর পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঢাকা, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই। আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের একমাত্র ছেলে মামলার বাদী সুমন চন্দ্র বিশ্বাস।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগির হোসাইনের আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়া হয়।

জবানবন্দী শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, পলাশ আহমেদ, আতিকুল ইসলাম, রাসেল মিয়া, রুবেল মিয়া, পলাশ মিয়া।

ময়নসিংহ পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘ সময় তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মূলত তারা চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি।

এর আগে নেত্রকোনা মডেল থানার পুলিশ তদন্ত করে কোনো সুরাহা করতে না পেরে মামলাটি পিবিআইকে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সাতপাই গাড়া রোডস্থ বড়িতে মিহির কান্তি বিশ্বাস ও স্ত্রী সহিতা রানী চন্দ নিজ ঘরে খুন হন। ১১ অক্টোবর ছেলে সুমন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।

(নিউজ টোয়েন্টিফোর/কাকন/তৌহিদ)

সম্পর্কিত খবর