দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট এল-সিসি

আবদেল ফাত্তাহ এল-সিসি [ফাইল ছবি]

দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট এল-সিসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ এল-সিসি। সোমবারের নির্বাচনে ৯৭ শতাংশ ভোটে সিসির বিজয়ের খবর প্রচার করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে, ২০১৪ সালের নির্বাচনেও সিসির পক্ষে ৯৭ শতাংশ ভোট পড়েছিল।  

জানা যায়, এবারের নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সমর্থক মুসা মোস্তফা মুসা।

তিনি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন। তবে দেশটির ছয় কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৪১ শতাংশ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিসির পক্ষে জমা পড়ে ২ কোটি ১০ লাখেরও বেশি ভোট।
news24bd.tv
এল-সিসির পোস্টার ও দেশের পতাকা হাতে এক মিশরীয় বালক [ছবি: সিএনএন]

তাছাড়া নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অন্তত ছয় জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রেখেছে সিসির সরকার, এমন অভিযোগে বাকি প্রার্থীরাও নির্বাচন বর্জন করেন।

যদিও সিসি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিশ্বজুড়ে কড়া সমালোচনা হলেও শিগগিরই নতুন সরকার গঠন করতে যাচ্ছেন আবদেল ফাত্তাহ এল-সিসি।

সূত্র: আল জাজিরা, সিএনএন     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর