সৌদি বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ১৪

সৌদির বিমান হামলায় বিধ্বস্ত বাড়ি।

সৌদি বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ১৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দারিদ্রপীড়িত ইয়েমেনের হুদাইদা প্রদেশের একটি শহরে সৌদির বিমান হামলায় সাত শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইয়েমেনের হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, হুদাইদার ওই শহরটি ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই শহরের একটি হাউজিং কম্পাউন্ডে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

উল্লেখ্য, ২০১৫র’ ২৬ মার্চ থেকে সৌদি আরবের হামলায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার বেসামরিক ইয়েমেনি মারা গেছে। দীর্ঘ সময় ধরে সৌদি আরব এমন বর্বর আগ্রাসন চালালেও সারা বিশ্ব কার্যত নীরব রয়েছে।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করা। হুথি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে সৌদি আরব কয়েকটি অনুগত দেশকে নিয়ে সামরিক আগ্রাসন শুরু করে।

কিন্তু আজ পর্যন্ত সৌদি সরকার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। দারিদ্রপীড়িত এ দেশটিতে শুধু হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর