শিকাগোতে বাংলাদেশের উন্নয়নের জয়গানে নতুন প্রজন্ম

শিকাগোতে বাংলাদেশের উন্নয়নের জয়গানে নতুন প্রজন্ম

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

গতানুগতিক কোনো আয়োজন নয়, একেবারেই ব্যতিক্রম। সকল প্রবাসীর প্রত্যাশার পরিপূরক হিসেবে শুধু শিশু-কিশোরদের সমন্বয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস। নতুন প্রজন্মের কন্ঠে এবং নৃত্য-গীতে ধ্বনিত হলো একাত্তরে মুক্তিযুদ্ধ এবং বাঙালির অবিস্মরণীয় ভূমিকার কথা।

লাল-সবুজের পতাকা অর্জনে একটি জাতি কীভাবে মৃত্যু ঝুঁকিকে আলিঙ্গন করেছিল একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে-সেটিও উপস্থাপিত হল প্রবাস প্রজন্মের মধ্য।

‘হাই বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেছে অংশগ্রহণকারিরা।

৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ বিশ্বখ্যাত স্থপতি এফ রহমানের স্মৃতি বিজড়িত শিকাগোতে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরী। অতিথি হিসেবে স্থানীয় স্ককি সিটির মেয়র জর্জ ব্যান ডুসেন নিজের অনুভূতি প্রকাশকালে অংশগ্রহণকারী শিশুদের মাঝে হারিয়ে যান। মা-বাবার দেশ সম্পর্কে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশি প্রজন্মের ইতিহাস-ঐতিহ্য জ্ঞানকে সাধুবাদ জানান এই মেয়র।

এক পর্যায়ে বাংলাদেশ ভ্রমনের আগ্রহ ব্যক্ত করেন তিনি।

শিকাগো সিটি মেয়র রাহম এমানুয়েল বিশেষ কাজে সিটির বাইরে অবস্থান করায় একটি প্রক্লেমেশন পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে অভিনন্দিত করেছেন।

শিকাগো পাবলিক লাইব্রেরীর বাডলং উডস শাখার মিলনায়তনের এ অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে অভিনন্দন জানিয়ে মুনির চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙালিরা স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে অতন্দ্র প্রহরির ন্যায় কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।


(নিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/তৌহিদ)

সম্পর্কিত খবর