টাঙ্গাইলে গোলা বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ৩

ময়না বেগমের মরদেহ [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

টাঙ্গাইলে গোলা বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ৩

আতিকুর রহমান • টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলের মাইদার চালা গ্রামে পরিত্যক্ত গোলা বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ময়না বেগম (২৩)। তিনি দিঘর ইউনিয়নের মাইদারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ শেষে বিভিন্ন অবিস্ফোরিত গোলা বারুদ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এ এলাকার পাশেই মাইদারচালা গ্রাম।


news24bd.tv
আহত ও নিহতদের রক্তে রঞ্জিত ঘটনাস্থল [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

আজ সকালে ময়না বেগম (২৩) ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন অবিস্ফোরিত গোলা বারুদ কুড়িয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। কুড়িয়ে আনা গোলা বারুদ দেখতে ময়নাদের বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা।

এ সময় ময়না ব্যাগ থেকে গোলা বারুদ বের করে সেজোরে উঠোনে ছুঁড়েন।  সাথে সাথে একটি গোলার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ময়না বেগম (২৩) নিহত হন।  আহত হন ৩ প্রতিবেশী। আহতরা হলেন- একই গ্রামের জয়নুদ্দিন (৬০), আব্দুর রাজ্জাক (৫২) ও মোহাম্মদ শরীফ (৩৫)।

নিহত ময়না বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে ঘাটাইল পুলিশ।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

আতিকুর/অরিন/নিউজ টোয়েন্টিফোর