জাতিসংঘের জঙ্গি তালিকায় ১৩৯ পাকিস্তানি

জাতিসংঘের জঙ্গি তালিকায় ১৩৯ পাকিস্তানি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সন্ত্রাসবাদীদের একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ সেই তালিকায় রয়েছে ‘সন্ত্রাসীদের চারণভূমি’ পাকিস্তানের ১৩৯ জঙ্গির নাম।  

লস্কর-ই-তইবা, জইশ-ই-মোহম্মদসহ আরও অনেক জঙ্গিগোষ্ঠীর জঙ্গিদের নাম রয়েছে এই লিস্টে। পরিচয়পত্র অনুযায়ী, এই ১৩৯ জন পাকিস্তানি দেশে থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়৷ তালিকায় রয়েছে বিখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামও৷ এছাড়াও রয়েছে ২৬/১১ মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ৷ 

জাতিসংঘ জানিয়েছে, দাউদ ইব্রাহিমের কাছে একাধিক পাকিস্তানি পাসপোর্ট রয়েছে৷ সেগুলো রাওয়ালপিন্ডি ও করাচি থেকে ইস্যু করা৷ করাচির নুরাবাদের পার্বত্য এলাকায় একটি প্রাসাদতুল্য বাংলো রয়েছে ইব্রাহিমের।

হাফিজ সাঈদ লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা৷ দলের মিডিয়া কনট্যাক্ট হাজি মোহম্মদ ইয়াহয়া মুজাহিদ তাকে তালিকায় সামিল করে৷ এছাড়া তার দুই সহকারী আবদুল সালেম ও জাফর ইকবালও রয়েছে তালিকায়৷ এই তিনজন ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট’৷ 

লস্কর-ই-তইবা ছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশিত তালিকায় আল-মানসুরিয়ান, পাসবান-ই-কাশ্মীর, পাসবান-ই-আহলে হাদিথ, জামাত-উদ-দাওয়া ও ফালহা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের মতো জঙ্গিগোষ্ঠীর সদস্যদের নামও রয়েছে৷ এমনকি হাফিজ সাঈদের সাম্প্রতিকতম রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের অনেকেও এই তালিকায় রয়েছে৷

এছাড়া তালিকার অন্যতম বড় নাম হল ৯/১১ এর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের দু’নম্বর ম্যান কোয়াইদার আইমান আল-জাওয়াহিরি৷ জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী, সে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কোনো এলাকায় গা ঢাকা দিয়েছে৷ এছাড়াও রয়েছে রামাজি মহম্মদ বিন আল-শেইবাহ৷ সে ইয়েমেনি নামে পরিচিত৷ করাচিতে সে গ্রেপ্তার হয়েছিল৷ পরে তাকে যুক্তরাষ্ট্রের কাছে সোপর্দ করা হয়৷

সূত্র: জি নিউজ, ডন   •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর