টাঙ্গাইলে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

টাঙ্গাইলে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

"পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ" -প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আজ বুধবার থেকে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ শুরু হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি স্টলে দর্শনার্থীদের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সম্পর্কে সেবা, মাতৃকালীন মায়েদের স্বাস্থ্য সচেতনতা, নবজাতকের পরিচর্যাসহ নানা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে ।

মেলায় প্রচুর দর্শনার্থীর ভীড় লক্ষ করা গেছে।

সম্পর্কিত খবর