বিয়ের প্রলোভনে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

ম্যাপ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে সোহেল বাবু, বিশু খলিফার ছেলে দবির আলী ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম।

রায় ঘোষণার সময় শুধু সোহেল বাবু উপস্থিত ছিলেন। অপর দু’জন পলাতক রয়েছে।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ৬ জুন রাতে আসামি সোহেল বাবু এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের হোসেনডাঙ্গার একটি বরই বাগানে নিয়ে ধর্ষণ করে।  
এ সময় দবির ও আমিনুল তাকে নানাভাবে ভয়ভীতি দেখায়।

পরে ওই নারীকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সোহেল বাবুকে আটক করে।  
পরদিন ওই নারী বাদি হয়ে সদর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।