নদী ভাঙ্গন রোধে সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

নদী ভাঙ্গন রোধে সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

মো. বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

‘নদী ভাঙ্গন ঠেকাও দোয়ারাবাজার বাঁচাও’- এই শ্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন  ও বিক্ষোভ করেছে নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটি ও  উপজেলাবাসী।

আজ (৪ এপ্রিল) দুপুরে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু হাওর পরির্দশনে আসলে নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটি ও  উপজেলাবাসী সুনামগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে মন্ত্রীর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে মন্ত্রীর আশ্বাসে এ কর্মসূচি শেষ হয়।  

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহবায়ক এরশাদুর রহমান, সদস্য সচিব  বাবুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক আবুল মিয়া,আল আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুরমা নদী ভাঙ্গনে দোয়ারাবাজার উপজেলার শতাধিক গ্রাম বিলীন হওয়ার পথে। এরই মধ্যে কয়েক হাজার বসত বাড়ি গ্রাস করে ফেলেছে সুরমা। অবিলম্বে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে দোয়ারাবাজার নিশ্চিহ্ন হয়ে যাবে।

কর্মসূচি শেষে পানি সম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর